রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যান তহবিলে ( সোনালী ব্যাংক- হিসাব নং- ০১০৭৩৩৩০০৪০৯৩ ) ১ লক্ষ ৬৭ হাজার ৭ শত ৪৮ টাকা প্রদান করেছেন। শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সৃজন শিক্ষা সেবা। গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সকাল সাড়ে এগারোটায় স্থানীয় সোনালী ব্যাংকে বানভাসি মানুষের জন্য সংগ্রহ করা ত্রানের নগদ অর্থ তারা জমা দেয়। জমাদানের সময় শিক্ষার্থী স্বাধীন, নুরনবী,মেঘ সরকার, শিক্ষক কামরুন্নাহার লাকি,আঃ রাকিব রুমী, এম এম সুজন,সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত, মীর বাবুল, আঃ মতিন, বাবু , পলাশ, গালিব, ইমন, দীপা , প্রিয়ন্তী, হাফিজুর রহমান বিদ্যুৎ, এ এ শহীদুল্লাহ্ বাবলু , সাংবাদিক সাগর বসাক , মোঃ বায়েজিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বন্যার্তদের সাহায্যার্থে গত ২৬ আগষ্ট থেকে শুরু করে ৩০ আগষ্ট পর্যন্ত হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শিক্ষার্থীরা ১ লক্ষ ৩ হাজার টাকা ও শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গন ৬৪ হাজার ৭ শত ৪৮ টাকা স্থানীয় হাটবাজার, অফিস আদালত, করতোয়া ব্রিজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণ ত্রান সংগ্রহ করে। পরে সকল নেতৃবৃন্দ ব্যাংকে নগদ অর্থ জমাদানের কস্ট মেমো শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের কাছে জমা দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.