রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধারালো বঁটি দিয়ে স্বামীর অণ্ডকোষ কেটে ফেলল দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন আক্তার(২২)। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের আমির হামজার বসতবাড়িতে ওই ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন আক্তার (২২) বি-বাড়ীয়া জেলার নাসির নগর থানার জামারবাড়ী গ্রামের নাসির মিয়ার মেয়ে। আহত আব্দুর রাজ্জাক (৩২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ইউনুছ আলী ছেলে। ঘটনার পর আহত রাজ্জাক কে তার স্বজনরা চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার এস আই ওয়াহিদ মিয়া বলেন, “সকালে আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী একটি ধারালো দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গসহ অন্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। দ্বিতীয় স্ত্রী ইয়াসমিনকে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । আ.রাজ্জাক ইতিপূর্বে শরীফা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে এক মেয়ে রয়েছেন। সন্তানসহ রাজ্জাকের প্রথম স্ত্রী শরিফা গ্রামের বাড়িতে বসবাস করেন। রাজ্জাক প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে ইয়াসমিন আক্তারকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। #রানা খান, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.