রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ মোঃমিজানুর রহমান
অধ্যক্ষের সাথে নারী প্রভাসকের পরকীয়া হাতে নাতে ধরে দিলেন পুলিশের হাতে জনতা শনিবার রাতে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজার সংলগ্ন মির্জাপুর এলাকায় ৫২৬ নং হোল্ডিং এর সাবিনা কটেজের মালিক জনৈক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন একই ফ্ল্যাটের ভাড়াটিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই কটেজের ভাড়াটিয়া দুই শিক্ষার্থী জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে রুম থেকে বের হলে টয়লেটের সামনে একজন পুরুষ মানুষকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। বাড়ির মালিক সাবিনা ইয়াসমিন জানান যে ওই ভদ্রলোক তার মামা হন। চিকিৎসার জন্য শহরে এসেছেন। তবে শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় বাড়ির মালিক সাবিনা ইয়াসমিন সন্ধ্যায় তাদের বলেছিলেন তার মামা সন্ধ্যার আগেই চলে গেছেন। ওই শিক্ষার্থী তার বন্ধুদের সাথে মোবাইলে বিষয়টি শেয়ার করলে অন্যান্যরা এসে তাদের দুজনকে আটক করে এবং মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব শফিউল আলম শফি (৬৪) এবং একই কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন (৪২)। মতিহার থানা পুলিশ শিক্ষিকার স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান অধ্যক্ষ আমাদের পূর্ব পরিচিত ও ভালো মানুষ। তার প্রতি আমাদের কোন অভিযোগ নেই। এসব বিষয়ে কথা বলতে আটকৃত সাবেক অধ্যক্ষ শফিউল ইসলাম শফির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এবং অর্থনীতি বিভাগের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন মোবাইল ফোনে জানান, 'এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই সব আমার নিয়তি'। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.