মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ “ক্রাফট ইন্সট্রাক্টর”দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বে-আইনীভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে “ক্রাফট ইন্সট্রাক্টর” পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপুর্ন মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। গত ৯ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার” এই শ্লোগানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শান্তিপুর্ন মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মো: আব্দুস সালাম, মো: জুবায়ের হোসেন, মো: জাকির হোসেন, মো: মুস্তাকিম, মো: রকি, আরিফ ফয়সাল, মো: আবু সাঈদ, আলনাউন, মদিনাসহ শিক্ষার্থীগণ। ৬ দফা দাবিগুলো হলো-কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহি:র্ভুত কোন জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিষ্টার পূর্ন মেয়াদের (৬ মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ, কারিগরি সেক্টরে সকল শুণ্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পুর্ণ করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা, উপ-সহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ার ব্যাতিত অন্য কেউ আবেদন করতে পারবে না; উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখার দাবি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.