মোঃ আঃ রহমান 'গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন' এই স্লোগানকে সামনে রেখে ইসলামি ব্যাংকের গ্রাহক সেবা- ২০২৪ পালিত হয়। গতকাল১০ তারিখ মঙ্গলবার বিকেলে ইসলামি ব্যাংকের জেলা শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের সিনিয়র অফিসার আঃ ওয়াদুদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে কুরআনুল কারিম থেকে দারস পেস করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা সেক্রেটারি পাওয়ার হাউজ মসজিদের খতিব মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামি ব্যাংকের ভোলা শাখার ব্যাবস্থাপক মোঃ মোবাশ্বের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সম্মানিত আমীর মাস্টার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী হারুনর রশীদ, খলিফা পট্রি জামে মসজিদের খতিব মাওলানা মজির উদ্দিন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অফিসার জনাব নজরুল ইসলাম। এসময় অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ভোলা সদর শাখার আমীর মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর সেক্রেটারি রুহুল আমীন, চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরিফ, ভোলা আলিয়া মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস ফয়জুল্লাহ, মুফতি আহমদ উল্লাহ, হাজী আবদুল মান্নান দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা জাকির হুসাইন, সিনিয়র শিক্ষক মোঃ মাকসুদুর রহমান , ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোঃ তানভীর মাহমুদ, জামির এলাকা সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রফেসর মাওলানা মাকসুদুর রহমান, এশিয়ান টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবদুর রহমান, দৌলতখান উপজেলা প্রতিনিধি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকী, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাসনাইন, অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলা ডটকম এর বার্তা সম্পাদক কাজী মহিবুল্লাহ আজাদ প্রমূখ। সভায় বক্তরা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ স্বাধীনতা অর্জনে বহু শিশু কিশোর, তরুণ তাজা প্রাণ থেকে শুরু করে কৃষক-শ্রমিক মেহনতী মানুষ আবাল-বৃদ্ধ-বনিতা তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। উপস্থিতিদের উদ্দেশ্য ইসলামি ব্যাংকের কর্মরত বক্তারা বলেন, আমরা সবাই জানি সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংক তার স্বাভাবিক গতিতে চলতে পারেনি, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে আমাদের অগ্রগতির ধারা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার। সুদমুক্ত ব্যাংকিংয়ের কল্যাণমুখী অভিযাত্রায় সব সময় আমরা আপনাদের পেয়েছি সহযাত্রী হিসেবে। ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আপনাদের পাহাড়সম আস্থা এবং অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পথকে করেছে সাবলীল এবং গতিময়। দেশের অর্থনীতিতে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে ইসলামী ব্যাংক কাজ করে চলেছে। ইসলামী ব্যাংক বর্তমানে দুই কোটি ত্রিশ লক্ষ গ্রাহক আর এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা ডিপোজিটের ব্যাংক। আট কোটির বেশি মানুষ বিভিন্নভাবে এ ব্যাংকের সাথে সম্পৃক্ত। এসএমই, কৃষিভিত্তিক শিল্প, তৈরি পোশাক, পরিবহন, কনজ্যুমার ও গৃহনির্মাণ খাতে এ ব্যাংকের বিনিয়োগ সর্বোচ্চ। দেশের সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণ করে এ ব্যাংক। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ এই ব্যাংক পরিচালনা করে থাকে। দেশের পরিবর্তিত এ প্রেক্ষাপটে আমাদের আরো এগিয়ে যাবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং অকৃত্রিম ভালবাসা ইসলামী ব্যাংককে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করবে। ইতোমধ্যেই ব্যাংকের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে এবং ব্যাংকের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই, সততা,দক্ষতা এবং পেশাদারিত্বই হবে ব্যাংক পরিচালনার মৌল ভিত্তি। ব্যাংকের পরীক্ষিত, সৎ ও ভালো বিনিয়োগ গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে ব্যবসায়িক গতিশীলতা নিশ্চিত করা হবে। তরুণ ও নবীন উদ্যোক্তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কৃষি ও পল্লী উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া আমাদের অঙ্গীকার। প্রতিটি কর্মমুখী উদ্যোগের প্রতি আমাদের সহায়তার হাত অবারিত থাকবে। বরাবরের ন্যায় দেশের রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠাকালীন মিশন, ভিশন ও কল্যাণমুখীতাকে ধারণ করে আমাদের পথচলা আরো গতিশীল হবে। আমরা বিশ্বাস করি, এ ব্যাংকের প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হবে। দেশের অর্থনীতিকে জাগিয়ে তোলার এই নতুন মিশনে আপনারা অবশ্যই ইসলামী ব্যাংকের পাশে থাকবেন। নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ইসলামী ব্যাংক তার সর্বোচ্চ অবদান রাখবে। তারা সকালকে আহবান করে আরো বলেন, আসুন আমরা ধর্ম-বর্ণ, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে কোটি কোটি গ্রাহকের আস্থার এই ব্যাংকটি দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাই, গড়ে তুলি অর্থনীতির শক্তিশালী ভিত, স্বাবলম্বী করে তুলি আমাদের প্রিয় বাংলাদেশকে। বক্তারা আরো বলেন স্থায়ী ব্যাঙ্ক রাহুমুক্ত হয়ে তার প্রকৃত নীতি নির্ধারকদের হাতে ন্যস্ত হয়েছে তাই আপনারা এই ব্যাংকের উপর এখন পূর্বের ন্যায় পূর্ণ আস্থা রাখতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.