আতাউর রহমান তুহিন, কয়রা (খুলনা) প্রতিনিধি। খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। গত ইং ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় কয়রা সন্দুরবন বালিকা বিদ্যালয়ের হল রুমে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ মোঃ আবু জার গিফারী ও সঞ্চালনা করেন সেক্রেটারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ মুহাঃ অয়েসকুরুনী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ এর সাবেক সভাপতি জিএম মোনায়েম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলার সম্মানিত আমীর মাওলানা মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন: সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কয়রা উপজেলা মোঃ সামিউল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ আসমাতুল্লাহ সহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথি আব্দুল্লাহ আবিদ বলেন : রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যর্থ করে দেয়ার সকল ষড়যন্ত্র, ছাত্রদের সাথে নিয়ে রুখে দিবে ইসলামী ছাত্রশিবির ইনশাআল্লাহ। ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হতে হবে সৎ, দক্ষ, ও উন্নত চরিত্রের অধিকারি এবং একনিষ্ঠ কর্মী। নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের মার্ধ্যমে জাহিলিয়াতের সকল চ্যালেন্জ মোকাবেলা করার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ করার পাশাপাশি সব থেকে গুরুত্ব দেবো নিজের পাঠ্যপুস্তক অধ্যায়ন কে। আমাদের নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ অতিথি জিএম মোনায়েম বিল্লাহ বলেন: ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সকল স্তরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাচবো এবং আমাদের বন্ধু আত্নীয় প্রতিবেশীদেরও বাচাবো। বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান বলেন: ছাত্রশিবির কর্মীদের সমাজ বিনির্মানে কাজ করতে হবে। এ সমাজে সকল অত্যাচার, জুলুম, দুর্নীতি, মাদক সহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে ছাত্রসমাজকে দুরে রাখার চেষ্টা করতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ আবু জার গিফারী বলেন: ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করে। ইসলামী ছাত্রশিবির দায়িত্বশীল সংগঠন হিসেবে ছাত্রদের সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আগামীতে সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রসমাজের সামনে থেকে নেতৃত্ব দিবে। রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যর্থ করে দেয়ার সকল ষড়যন্ত্র ছাত্রদের সাথে নিয়ে রুখে দেবে ইসলামী ছাত্রশিবির।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.