রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ রাজশাহী পুঠিয়ায় পালিত হল ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। (১৬ সেপ্টেম্বর) রোজ সোমবার পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পালিত হল,ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকাল ১১ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান,বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীদের নিয়ে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা গজল ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন কাহিনী নিয়ে কুইজ প্রতিযোগিতা অংশ নেয় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব,এ কে এম নূর হোসেন নির্ঝর,উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,প্রশান্ত কুমার চৌধুরী। আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক,শমসের স্যার,মালেক স্যার,আমান স্যার,নন্দ স্যার,ও পুঠিয়া কান্রা দাখিল মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী,উপস্থিত ছিলেন আল-ইনসানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আর উপস্থিত ছিলেন,পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,মোহাম্মদ ইয়াহিয়া খান,মোঃ মশিউর রহমান,মোহাম্মদ রফিকুল ইসলাম,সরকারি প্রধান শিক্ষক শামীম উদ্দিন, তালাক মাহমুদ ও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা,এবং উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের জীবন উপভোগ করে চলতে হবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শর পথে। অনুষ্ঠানের শেষে,বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,ও দোয়া তবারক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.