জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার ।। আজ সোমবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)১৪৪৬ (হিজরী) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক, রাজনৈতিক, সুশীল সমাজ, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি পালন উপলক্ষে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অত্যান্ত দুঃখ জনক হলেও সত্য যে মুসলিম প্রধান এই বাংলাদেশে ইতিহাসের এই প্রথম আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দিশারি হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন নিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সরকারি ভাবে পালিত হচ্ছে অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেন"তোমাদের জন্য আল্লাহ'র রাসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ"(সুরা-আহ-যাব)। এছাড়াও পত্রিকা গুলো পেয়েছে ধর্ম মন্ত্রনালয়ের বিশেষ কোড় পত্র। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পৃথক পৃথক ভাবে বানী দিয়েছেন। উপজেলা, জেলা, বিভাগীয় এবং ঢাকায় জাতীয় ভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দিবসটি পালিত হচ্ছে।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.