সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : ১৭.০৯.২০২৪ নির্বাচনের আগেই সমাজ সংস্কার ও রাষ্ট্র মেরামতের ভিত্তি স্থাপনের দাবিতে কুড়িগ্রামে নৈতিক সমাজ নামে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের পৌর টাউন হলে নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ-আমিন। বিশেষ অতিথি হিসেবে৷ উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান কেএম মহিবুল হক খোকন, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান এজাহার আলী, নৈতিক সমাজের জেলা কমিটির সভাপতি মো: আশরাফ আলী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, এডভোকেট সেলিম সেতু, মো: তাজুল ইসলাম তাজসহ অন্যান্যরা। সভায় রাজনৈতিক দল নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসাআ-আমিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বানের আগেই সংবিধান, সমাজ, রাজনীতি, রাষ্ট্র, পুলিশ, নির্বাচন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ভুয়া রাজনীতি সহ প্রতিরক্ষা বিভাগকে সংস্কার করতে হবে। তাহলে এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ দলটি আগামী নির্বাচনের আগে নিবন্ধন পেলে দেশের ৩শ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করার কথা জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.