বার্তা প্রেরক ভোলা জেলা প্রতিনিধি শিক্ষায় বৈষম্য দূরীকরণ, এক দফা জাতীয়করণ এর লক্ষ্য সামনে রেখে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের পক্ষে সারাদেশের বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এমপি ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকরির ধারাবাহিকতা রক্ষা সহ বেতন সংরক্ষণ পূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো তৈরি প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষা ব্যবস্থা হবে সার্বজনীন সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের সন্তান ও যেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায়, তা নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে উচ্চতর বিশেষ বেতন কাঠামোর কোন বিকল্প নেই। আজ জাতীয় স্বার্থে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের স্বার্থে সারাদেশে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ এক দাবি শিক্ষা ব্যবস্থা জাতি করনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ করা সম্ভব বলে বিশ্বাস করে। সারাদেশের শিক্ষক সমন্বয়কগণ একযোগে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা 8 বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। কেন্দ্রীয় পর্যায়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন মোঃ শাহ আলম মোঃ ইমাম হোসেন এবং তৌহিদুর রহমান। জেলা পর্যায়ে সমন্বয় করেন মোঃ আব্দুর রহমান, মোঃ নিসার উদ্দিন, মোঃ আব্দুর রহিম, মোঃ মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, মোশারেফ হোসেন রাসেল, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.