শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। এদেশে একজন মুসলিম যে সুযোগ সুবিধা পাবে সেই একই সুযোগ সুবিধা অমুসলিমরাও পাবে। বুধবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর শাখার উদ্যোগে গণসমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাস মুক্ত, দুর্ণীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। কোন ছ্যাচড়াঁ চোরের নয়, বড় বড় রাঘব বোয়ালদের ধরে এনে হাতের কব্জি কেটে দেয়া হবে। যা দেখে ছোট ছোট ছ্যাচড়াঁ চোরেরা দূর্ণীতি করার সাহস পাবেনা। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সৈরাচারী ঘষেটি বেগম শেখ হাসিনা গণভবনকে বাপ-দাদার তালুক মনে করেছিল। কিন্তু সেখান থেকে ছাত্র-জনতা তাকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন গণভবন কারও বাপ-দাদার তালুক নয়। শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় বুধবার বেলা ৩ টায় শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জাামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল খালেক, মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ। পরে ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন মাওঃ রফিকুল ইসলাম খাঁন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.