অস্ট্রিয়া জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী নয়ন এর অংশগ্রহণ ফুটেজ লিংক। জাকির হোসেন সুমন , ইউরোপ ব্যাুরো প্রধান : ইউরোপের দেশ অস্ট্রিয়া তে চলতি মাসের ২৯ তারিখে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে লড়বেন বাংলাদেশী বংশোদ্ভূত ভোলা জেলার মাহমুদুর রহমান নয়ন । চলতি মাসের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হবার দৌড়ে প্রতিদ্ধন্ধিতা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন। ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রিয়া হতে প্রকাশিত অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান এর একমাত্র পুত্র মাহমুদুর রহমান নয়ন । নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টে প্রথম কোনও বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্যও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্র থাকাকালীন সময়ে ২০১২ ও ২০১৩ সালে অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১ দশমিক ১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশীরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা তারা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশীদের সার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো বাস্তবায়নে ভূমিকা সহ নতুন প্রজন্ম কে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.