কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা সকলেই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচিত দিত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নুর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মোঃ রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), পিতা-বাহার মিয়া, সাং-কাঠালবাড়ী, মোঃ রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫), সোলায়মান (২৭)। মামলার বাদী নুর আহমদ জানান, রাতে আমরা খবর পাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকা ঘাটে শ্রমিকদের সাথে চিল্লাচিল্লি করতেছে এবং তাদেরকে দৌড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫’শ ১ হাজার টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদেরকে নিয়ে এসেছি। ইতিমধ্যে তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.