বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ধান ক্ষেত থেকে চৈতী পাহান (৩৫) এক আদিবাসীর নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ভাঙ্গা অফিস এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চৈতী পাহান উপজেলার খানপুর ইউনিয়নের দলদলিয়া গ্রামের সুরেন পাহানের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়িতে একটি রাইচ মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। এ ঘটনায় দিনাজপুর জেলা পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (এএসপি) মনজুরুল ইসলাম, বিরামপুর থানার তদন্ত (ওসি) মমিনুল ইসলাম দিনাজপু (পিবিআই) পুলিশ পরিদর্শক প্রদীব কুমার সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আজ সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় ধান ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুর্হুতে বলা যাচ্ছে না। বিরামপুর থানার তদন্ত (ওসি) মমিলুন ইমলাম বলেন, ধান ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দিনাজপুর জেলা পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম জানান, ময়নাতদন্তের পর হত্যার আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম আরো জানান, ভিকটিমের লাশ এবং শরীরের কাপড় চোপড় সূরাতহাল রেকর্ড এর জন্য বিরামপুর থানা পুলিশকে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ভিকটিম চৈতি পাহানের হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলেও জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.