প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:৪৯ এ.এম
পঞ্চগড়ে গুলিতে নিহত আরিফ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি ২০২৩ সালে ৩ মার্চ কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে আন্দোলনে গুলি চালানো হয়। ওই দিন পঞ্চগড়ের তৌহিদি জনতার আন্দোলনে বিজিবির গুলিতে নিহত হয় আরিফুর রহমান নামের এক যুবক। মিছিল থেকে বের হয়ে সে বাড়ির দিকে ফিরছিল। এসময় ডোকর পাড়া আবাসিক এলাকায় তাকে গুলি করা হয় । ঘটনার ৯২ দিন পর গত বছরের ৪ জুন থানায় মামলা দায়ের হয় । কিন্ত এখনো জড়িতদের বিচার হয়নি। এতে তার পরিবার, সহপাঠি এবং ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে হত্যার বিচারের দাবীতে মানবন্ধন করেছেন। রোববার দুপুরে শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত আরিফের বাবা ফরমান আলী সহ তার সহপাঠিরা বক্তব্য দেন। বক্তাদের দাবী গত বছরের জুন মাসে মামলা দায়ের হয়েছে । কিন্তু এখন পর্যন্ত সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। আরিফের উপার্জন করা অর্থ দিয়েই সংসার চলছিল। কিন্তু অন্যায়ভাবে আবাসিক এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে আরিফের সংসারের চাকা চলছেনা। তার পরিবারের কেউ খোঁজ নেয়না। অতি দ্রুত আরিফ হত্যার বিচারের দাবী জানান তারা অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.