এম এস সজীবঃ বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানীর কাঁঠালতলী গ্রামের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী তোফাজ্জেল হোসেন মাসুদ কামালকে ১৮ সেপ্টেম্বর ঢাবির ফজলুল হক মুসলিম হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বরগুনা মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বরগুনার বিভিন্ন উপজেলার মহিলা পরিষদের সদস্যবৃন্দ। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, ডা. আজমেরী বেগম, কমরেড আলতাফ হোসেন, কাজল রানী দাস, সুইটি বেগম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী তোফাজ্জেলকে নৃশংসভাবে হত্যার ঘটনা ইতিহাসের একটি বর্বরোচিত ঘটনা। এভাবে ভাত খাইয়ে ঠাণ্ডামাথায় হত্যা করার নজির পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমাদের মনে হয় না। মা-বাবা, ভাইবোন হারা মানসিক ভারসাম্যহীন এমন একটি মেধাবী ছেলেকে সামান্য মোবাইল চোর সন্দেহে নির্মমভাবে হত্যার ঘটনা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারেন না। আমরা জানতে পেরেছি, ইতোমধ্যে ৬ জন হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হলেও বিভিন্নভাবে তাদের পক্ষে সাফাই গাইছেন অনেকে। গ্রেফতার যেনো আইওয়াশ বলে প্রতীয়মান না হয়। বক্তারা বাকি হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.