সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : ২৪.০৯.২৪ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনলাইন ক্যাসিনা সম্রাট মাইনুল ইসলাম যৌথ বাহিনীর অভিযান আটক হয়েছে। আটক মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের মাছ বিক্রেতা আমজাদ হােসেনের ছেলে। সােমবার শেষ রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার। মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনার সাথে জড়িত বলে অভিযােগ উঠেছে। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। গত ৩-৪ বছর আগেও তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাদের বাড়ি ভিটে ছাড়া তেমন কোনো সম্পদ নেই।ছেলে ২৭ বছর বয়সী যুবক মাইনুলের বৈধ কােনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনা দিয়ে রাতারাতি তিনি কােটি কােটি টাকার মালিক বনে গেছেন মাইনুল।রয়েছে দামী গাড়ী, কয়েকটি মটরবাইক, স্ত্রীর নাম ৪০ভরি সােনার গহনা, ব্যাংক দৃশমান কােটি টাকা। স্থানীয়রা আরও বলেন, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনা খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কােটি কােটি টাকার মালিক।সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তলসহ ছবি পোস্ট করেছেন। তার চলা ফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারেন না। খােজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জ জেলায় তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটােরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। চলতি বছরর ২৭ জুলাই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক পান।কিন্তু ছাত্র- জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই নির্বাচন স্থগিত হয়। নির্বাচনী হলফ নামায় তার দেয়া তথ্যে জানাযায়, তার ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নাম স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনাম রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘর জায়গায় এখন পাকা বাড়ী। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। চড়ে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের প্রিমা গাড়ী। যার নম্বর ঢাকা মট্রা-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে কয়েক লাখ টাকার ৫টি মটর বাইক। এবিষয় নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলক ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্প) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজত পাঠানাে হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.