বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী। এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির (সিও) লেঃ কর্ণেল জিয়াউল হক, সেনাবাহীনির ২৯ বির (সৈয়দপুর) কমান্ডার কর্ণেল ইউসুফ আলী, র্যাব—১৩ এর( সিপিসি—২) নীলফামারী কোম্পানী কমান্ডার মেজর ইসতিয়াক, জেলা বিএনপি'র আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু ,পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম,জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যান কুমার ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকলেছুর রহমান সান, সাহদাৎ হোসেন, সহ হিন্দু ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজায় প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার জন্য মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রত্যেক মন্ডপে দলীয় কর্মীদের নিয়ে গঠিত ১০ জন করে স্বেচ্ছাসেবী নিয়োগ করবেন বলে আশ্বাস দেন। কেউ কোন প্রকার ভয় ভীতি দেখালে বা অনলাইন প্লাট ফর্মে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে। এ সম্পর্কিত যে কোন তথ্য সেনাবাহিনী,পুলিশ, বিজিবি, র্যাব কে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন কমিটি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এবার জেলায় ২৯৯ টি মন্ডপে পুজা উদযাবন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.