মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, বে-সরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি বে-সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষিকারা। ঠাকুরগাঁও সদর উপজেলার বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের আয়োজনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মাধ্যমিক পর্যায়ের কর্মরত শতাধিক শিক্ষক কর্মচারী শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলার বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন,জাহিদুর রহমান স্বপন,দীপেন্দ্র নাথ ঝা,,মো: আলমগীর এবং সালন্দর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল তোহা প্রমুখ। বক্তারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষক কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার বৈষম্য তুলে ধরে অবিলম্বে তা সমাধান সহ চাকুরি জাতীয়করণের দাবি জানান। পরে শিক্ষক কর্মচারীরা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয়ের হাতে প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.