মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও সদর উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নারী ও শিশু সহ আহত হয়েছেন ৯ জন । মারা গেছে গবাদি পশু। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন - ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) । আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের রুমান (৭), রানা (১৩), সাকিবুল (১০), ফুলতলা গ্রামের ফয়সাল (৮), উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম । তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.