ইতালির জেনোভায় আল হেরা একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ইতালির জেনোভায় আল হেরা একাডেমি স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় একটি হল রুমে আল হেরা একাডেমি স্কুলের মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবছরও আল হেরা একাডেমি স্কুলের মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও সামাজিক, রাজনৈতিক৷ ব্যবসায়ী , ও জেনোভা বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু করা হয়। মিন্টু মোড়ল ও আমানুল্লাহ রাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন ইমরান হোসেন ভূঁইয়া , আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ইমরান মাহমুদ রোমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব তপাদার, প্রধান অতিথি হিসেবে ছিলেন সুজন ঢালী বাংলাদেশ সমিতি জেনোভা ইতালির সভাপতি, মাইন উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ সমিতির জেনোভার সাধারণ সম্পাদক, মাসুম বেপারী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সমিতি জেনোভা ইতালি, বিশেষ বক্তা হিসাবের ছিলেন সুমন পাটোয়ারী স্টাডি ফ্রম জেনোভার সভাপতি এছাড়াও রয়েছেন আরো অনেক নেতৃবৃন্দ নয়ন ভূঁইয়া, মুকুল সরদার,রানা হাওলাদার, জুয়েল রানা, জাকির হোসেন ভূঁইয়া, আখতার হোসেন ঢালী, জাকির ইকবাল, আলাউদ্দিন আলো, মোশারফ হোসেন সহ আরো অনেকে, প্রবাসের মাটিতে বেড়ে ওঠাও সকল ছেলে-মেয়ে ইসলামিক দ্বীনি শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় এজন্য সকল প্রচেষ্টা সার্বিক সহযোগিতা পরিচালিত হচ্ছে আল-হেরা একাডেমী স্কুল এন্ড মাদ্রাসা, কুরআনের আলোতে দ্বিনের শিক্ষার শিক্ষিত করার লক্ষ্যে আগামী দিনে ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা সহ সকল ধরনের ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে,পরিশেষে এ অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছেন সকল ছাত্র-ছাত্রী হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়েছে আল হেরা একাডেমী স্কুল এন্ড মাদ্রাসার পক্ষ থেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.