বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি সনাতন ধর্মালম্বিদের মহালয়া উৎসব উপলক্ষ্যে ২০২২ সালে ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করোতোয়া নদীর আউলিয়া ঘাটে নৈৗকাডুবির ঘটনায় ৭২ জন সনাতন ধর্মালম্বী মৃত্যু বরণ করে। ওইদিন দুপুরে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল নৌকাটি। বদেশ্বরি মন্দিরে পুজো অর্চনা করতে যাচ্ছিলেন তারা। অতিরিক্ত যাত্রীর চাপ , নদীর স্রোত এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকের পরিবারের সবাই, অনেকের বাবা, মা, ভাই বোন, সন্তান নিহত হয়। বিগত সরকারের আমলে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য সাবেক রেল মন্ত্রী দীর্ঘদিন থেকে ওই ঘাটে ব্রীজ নির্মাণের ঘোষণা দিলেও নৌকাডুবির পরের বছর ব্রীজের কাজ উদ্বোধন হয়। প্রতিবছর মহালয়া উপলক্ষ্যে সারা দেশের হাজার হাজার পুর্ন্যার্থী ঐতিহাসিক বদেশ্বরী মন্দিরে পুজো উৎসবে যোগ দেয় । এবছর আগামী ২ অক্টোবর মহালেয়া উৎসব পালিত হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা প্রশাসন আয়োজিত মাড়েয়া ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিস সুপার মিজানুর রহমান মুনসী,অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান , পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জিহান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবদুল বাসেত, বদেশ্বরী মন্দিরের প্রধান সেবক মুকুল বকসী, মহালয়াা পুজা উৎসব কমিটির আহ্বায়ক পরেশ চন্দ্র বর্মণ, , বড়শশি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সহ নৌকা ডুবির ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা এসময় বলেন শোক এখনো কাটেনি। অনেকের পরিবার নি:স্ব হয়ে গেছে। এর আগে আউলিয়া ঘাট জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা আউলিয়া ঘাট পরিদর্শন করেন। সবার মতামতের ভিত্তিতে মহালয়া উৎসবকে জাকজমক ভাবে উৎযাপনের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। নিরাপত্তার চাদরে এবার উৎসব পালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নিরাপত্তা ও সেবা প্রদানের জন্য বিএনপ ‘র ১’শ. জামায়াতে ইসলামীর ১’শ. মন্দির কমিটির ১’শ এবং ছাত্র সংগঠন ‘আলোর পথে বাংলাদেশ’র ১’শ স্বেচ্ছাসেবী নিরলস কাজ করবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.