মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মারিয়া নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার ফরায়েজী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মারিয়া ওই বাড়ির তোফায়েল ইসলামের কন্যাশিশু। জানা গেছে, শুক্রবার দুপুরে সাংসারিক কাজ ব্যস্ত ছিলেন শিশু মারিয়ার মা। এ সময় সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মারিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে মারিয়াকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তা তদন্তসাপেক্ষে দেখা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.