প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১:৩৯ পি.এম
কোম্পানীগঞ্জে পর্যটন দিবস পালিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
: পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়ও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সাদাপাথরে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করা তাদের মাঝে মিষ্টি বিতরণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সাদাপাথর নৌকা ঘাটে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া পর্যটন বাজার ও পর্যটন স্পটে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। এদিন বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপস্থিত পর্যটক ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার, পর্যটন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি লিটন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন, তহশিলদার শামীম আহমদ, জসিম উদ্দিন, ব্যবসায়ী মুহিন উল্লাহ, সুমন আহমদ, রুহুল আমিন, আব্দুল কাদির, নৌকা মাঝি সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, তজমুল আলী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.