স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৩০ হাজার ১৯৩টি পূজামণ্ডপে বিতরণের জন্য ১৫ হাজার ৫৯৬ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পাবে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দপত্রে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩০ হাজার ১৯৩টি পূজামণ্ডপে আসা ভক্তদের খাবার বাবদ বিতরণের জন্য ১৫ হাজার ৫৯৬ টন চাল বরাদ্দ দেয়া হলো। জেলা প্রশাসক তার জেলার অধীন পূজামণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারি জিআর চাল দেবেন। মণ্ডপ সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.