সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবিতে ট্রেন অবরোধ করেছে সম্মিলিত ছাত্র জনতা। শনিবার সকালে বৃষ্টিতে ভিজে রাজারহাট স্টেশনে জড়ো হওয়া শতশত মানুষ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ২৫ মিনিট আটকিয়ে রাখেন। এসময় রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের দাবিতে বক্তব্য দেন, আন্দোলনের সংগঠক খন্দকার আরিফ, একে মোস্তফা জামান লেলিন,কেএম আরিফ রহমান সহ অনেকে। খন্দকার আরিফ বলেন, মাসখানেক আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন কুড়িগ্রাম জেলা প্রশাসক,সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। তবে একমাস পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ফলে আবারও আমাদের কর্মসূচী দিতে হয়েছে। অবিলম্বে যাত্রাবিরতি কার্যকর করা না হলে আগামী শনিবার আবারও অবরোধ কর্মসূচি পালিত হবে। আন্দোলন চলাকালে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.