বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর-২০২৪ খ্রি: সোমবার বিকেলে জৈন্তাপুরে হিন্দু ধর্মালম্বী জনগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ান (১৯ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুন্নবি (পিএসসি) বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)' র অধীনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে। দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক (ডিজি)'র নির্দেশ মোতাবেক দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র উপ-অধিনায়ক নজরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, অধ্যাপক মনোজ কুমার সেন, জৈন্তাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল দেব, প্রবীণ শিক্ষক আব্দুস শুক্রুর, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল। এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.