মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগষ্ট সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দির মধ্যে এখনও পলাতক রয়েছে ৬২ জন। পালিয়ে যাওয়া ৫৯৬ জনের মধ্যে পরবর্তীতে ফিরে আসে ৫০৯ জন। বাকি ৮৭ জনের মধ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ফেরত আসে ২৫ জন। সাতক্ষীরা জেলা কারাগার সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা কারাগারে ৪০০ জন বন্দির ধারণ ক্ষমতা থাকলেও চলতি বছরের আগষ্ট মাসের ৫ তারিখ পর্যন্ত বন্দি ছিল মোট ৫৯৬ জন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগষ্ট সন্ধ্যায় একজন শারিরীক প্রতিবন্ধি বন্দি ছাড়া বাকিরা সবাই পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে পরবর্তীতে ৫০৯ জন বন্দি কারাগারে ফিরে আসে। বাকি ৮৭ জন বন্দি ফিরে আসেনি। এর মধ্যে ২৫ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে কারাগারে ফেরত পাঠায়। এখনও পর্যান্ত ৬২ জন বন্দি এখনো পলাতক রয়েছে। গত ৮ আগষ্ট শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দয়িত্বে আসার পর শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অধিকাংশ আসামীসহ বিভিন্ন সময়ে জামিনে বেরিয়ে গেছেন ২৯৮ জন বন্দি। বর্তমানে কারাগারে বন্দি রয়েছে ২৩৬ জন। সাতক্ষীরা জেলা কারাগারের জেল সুপার এনায়েত উল্ল্যাহ জানান, বর্তমানে জেলা কারাগারে ১ জন জেলারের পদ শুন্য রয়েছে, যেখানে ডেপুটি জেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং ৭ জন কারারক্ষীর পদ খালি আছে।বর্তমান কারাগারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদি শুন্য পদগুলো দ্রুত পূরণ করা হয় তাহলে আমাদের সকল কাজে গতি ফিরে আসবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.