মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে নীলফামারীর ডোমার সরকারি কলেজে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে ছাত্রদল।
গতকাল সোমবার (৭ই অক্টোবর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার আয়োজনে গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে একটি মৌন মিছিল বের হয়ে কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে কলেজ হলরুমে এসে স্মরণ সভায় মিলিত হয়।
স্মরণ সভায় ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফীন হৃদয়ের সভাপতিত্বে ছাত্রদল নেতা মোঃ বাঁধন ইসলাম, মাসুদ ইসলাম, নাহিদ ইসলাম, পারভেজ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের অমানবিক নির্যাতনে মৃত্যুবরণকারী বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের বিভিন্ন স্মৃতিচারণ মূলক আলোচনা করেন বক্তারা। এছাড়া নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি জানান তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.