মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিন ব্যাপি মেলা ও ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প (বারটান অংগ) ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান) আঞ্চলিক কেন্দ্র বরিশাল এর আয়োজনে ও লালমোহন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বরিশাল বারটান আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. আবু হাসনাইন, গজারিয়ায় গার্লস স্কুল এন্ড কলেজ'র অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল জলিল, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন (মনু)। ক্যাম্পেইনে অত্র স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মেলা ও ক্যাম্পেইনে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জানতে হবে কোন খাদ্যে কি পরিমান পুষ্টি আছে। সেই মোতাবেক শরীরে পুষ্টিকর খাদ্য সবাইকে খেতে হবে। শুধু দামি ফলমূল ও সবজিতে পুষ্টি থাকে এটা ঠিক নয় আমাদের আশেপাশে যে সকল দেশীয় ফলমূল ও সবজি আছে তাতে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে তা মেলা ও ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে পরিবারের সদস্য ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ক্যাম্পেইনে ১৮০ জন শিক্ষার্থীর মাঝে দুটি করে গাছের চারা ও একটি করে পুস্টি প্লেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.