স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চলছে মাসব্যাপী ভ্রাম্যমান কৃষি পরামর্শ কার্য্যক্রম।আমন মৌসুমে ধানসহ সকল ফসলকে বিভিন্ন পোকা মাকড়ের আক্রামন ও রোগ হতে রক্ষা করতে এবং কৃষকদের কৃষি সেবা সহজীকরণের লক্ষে দাকোপ উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে চলছে মাসব্যাপি ভ্রাম্যমান কৃষি পরামর্শকার্য্যক্রম। মাসব্যাপি কার্যক্রমের ধারাবাহিকতা অনুযায়ী আজ ৮ অক্টোবর মঙ্গলবার সকাল সকাল ১১-৩০ টার দিকে দাকোপ উপজেলার লাউডোব বাজারে শুরু হয় স্থানীয় কৃষকদের ভ্রাম্যমান কৃষি পরামর্শ সেবা। দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় চলছে দাকোপ উপজেলার সকল হাট- বাজার, পাড়া মহল্লায় মাসব্যাপি ভ্রাম্যমান কৃষি পরামর্শ কার্যক্রম। উপজেলার লাউডোব বাজারে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান করেন উপসহকারী কৃষি অফিসার অনুপ কুমার দাস,উপসহকারী কৃষি অফিসার শয়ন তরফদার উপসহকারী কৃষি অফিসার লিপা ঘোষ,তন্ময় দাস ইউপি সদস্য তাপস হালদার, আরিফুর রহমান বাবলু সহ আরো অনেকে।লাউডোব ইউনিয়নের কয়েকটি স্থানে ভ্রাম্যমান কৃষি পরামর্শ কর্যক্রম পরিচালনা করা হয়, পর্যায়ক্রমে উপজেলার সকল স্থানে চলবে এমন কার্যক্রম। কৃষির উন্নয়নের জন্য মাঠ পর্যায়ে এমন ভ্রাম্যমান কৃষি পরামর্শ কেন্দ্র থেকে পরামর্শ পেয়ে স্থানীয় কৃষক অনেকে দাকোপ উপজেলা কৃষি অফিসে কর্মরত সকলকে ধন্যবাদ জানান ও আগামীতে সকল সময় এমন কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.