দুর্ভোগে রোগী ও তাদের স্বজনেরা। বিপ্লব তালুকদার:নাটোর প্রতিনিধি নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হচ্ছে। ৮ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানা যায়। উক্ত ঘটনায় শতশত পুরুষ -মহিলা ও রোগীসহ তাদের স্বজনেরা ভোগান্তিতে শিকার হয়েছেন। কর্মবিরতির মধ্যেই সকাল সাড়ে দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। তাঁরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সব ক্যাডার কর্মকর্তাকে অপসারণ করে এসকল পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.