মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে শতাধিক কার্ডধারির টিসিবির পণ্য উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তেল-চাল-ডাল না পেয়ে ক্ষুদ্ধ কার্ডধারিরা। তবে এসব পণ্য কোথায় গেছে তা খতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। সম্প্রতি গত রবিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভায় শহরের ৭ নং- ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে টিসিবির পন্য বিক্রির সময় এ ঘটনা ঘটে। এতে তোলপাড় সৃস্টি হয়। জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে সরকারের বরাদ্দকৃত টিসিবির পন্য বিতরণ করছিলেন বদরুদদ্দৌজা চৌধুরী নামে ডিলার। গরীব দুঃখী মানুষেরা সময়মত টিসিবির পন্য নিতে আসলে আগেই শতাধিক কার্ডধারীর মালামাল তেল, চাল, ডাল বিক্রি হয়েছে বলে জানানো হয় ডিলারের পক্ষ থেকে। আর এমন খবরে হতাশ হয়ে পরেন সুবিধাভোগীরা। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পৌরসভায় যারা চাকরি করে তারাই মালামাল নিয়ে গেছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেও পন্য পায়নি অনেকেই। সংশ্লিস্ট ওয়ার্ডের টিসিবি ডিলার বদরুদদ্দৌজা চৌধুরী জানান, তাদের সব মাল পৌর কর্তৃৃপক্ষ নিয়ে গেছে। আমি কি করবো। পরে দেখি কার্ড নিয়ে একে একে হাজির। এখানে আমার কি করার- বলে দায় সারেন তিনি। এদিকে কার্ডধারিদের আশ্বস্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান , অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.