কোম্পানীগঞ্জ প্রতিনিধ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে আনা সাদাপাথর ও বাংকারের পাথর লুটপাটে বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা করছে লুটপাটকারীরা। তাদের হামলায় আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম হিমেল। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার লিলাইবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জরুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এসআই শরিফুল ইসলাম এবং জরুরী মোবাইল ডিউটিতে ছিলেন এএসআই হাবিবুল্লাহ সহ ৬ পুলিশ সদস্য। সকালে ধলাই নদীর পূর্ব পাড়ে লীলাই বাজার এলাকায় সাদাপাথর ও বাংকার থেকে পাথর লুটপাট করে গাড়িতে লোড করা হচ্ছে এবং সংবাদে তারা গাড়ি আটক করতে যান। এসময় সেখানে পাথর বুঝাই ২টি বড় ট্রাক্টর ও ৩টি ছোট ট্রলি আটক করেন শরিফুল ইসলাম ও হাবিবউল্লাহ। তখন সাদাপাথর বিক্রেতা আব্দুল্লাহ নামের একজন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। তার অনুরোধ না মেনে এসআই শরিফুল ইসলাম গাড়িগুলো থানায় নিয়ে আসার উদ্যোগ নেন। এসময় ঐ এলাকার প্রায় শতাধিক লোক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও বেলচা দিয়ে বেধড়ক মারপিট করে এসআই শরিফুল ইসলামকে। তাদের মারধরে আহত হোন তিনি। পরে অন্য পুলিশ সদস্য তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় হামলাকারীরা গাড়িগুলো সেখান থেকে নিয়ে যায়। বেলা ১টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৩জনকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাঁধা দেওয়া ও পুলিশের উপর হামলার বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.