মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি সাধারণ সদস্য/সদস্যাদের অপসারণ না করানোর দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে ইউপি সদস্যবৃন্দ। মঙ্গলবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)-এর ডোমার উপজেলা শাখার ব্যানারে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এসময় তারা বলেন, স্থানীয় সরকারের আওতায় ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। তাদের অপসারণ করলে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নাগরিক সেবা পেতে বিভিন্ন বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। এছাড়া ওয়ার্ডগুলোর শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সহ সাধারণ জনগণের পাশে থাকতে করতে পূর্ণ মেয়াদ অব্ধি জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিৎ। মানববন্ধনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে। সম্প্রতি ইউনিয়ন পরিষদও বিলুপ্তকরণের সিদ্ধান্ত নিতে যাওয়ার প্রেক্ষিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ইউপি সদস্য ও সদস্যাদের বিভিন্ন সংগঠন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.