বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে বিষয় হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের জেলা প্রশাসকের কার্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ওয়াশব্লকে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখিয়ে দেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জহিরুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা খাবারের আগে সময় নিয়ে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, হাত থেকে নানা ধরনের জীবানু শরীরের ভেতরে প্রবেশ করে। এতে একজন ব্যাক্তি নানা রোগে আক্রান্ত হন। চিকিৎসকের কাছে দৌড়াতে হয়। হাসপাতালে ভর্তি হতে হয়। নানা ভোগান্তি পোহাতে হয়। যদি সর্বদা হাত পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে নানা রোগ এড়ানো সম্ভব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.