মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে সম্প্রতি গত ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদস্য(রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। বার্ষিক পরিকল্পনার আলোকে ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার ফিকাহ বিভাগের সাবেক ফকীহ, বর্ষীয়ান রাজনীতিবিদ,ঠাকুরগাঁও জেলা জামায়াতের সম্মানিত আমীর, জননেতা মাওলনা আব্দুল হাকিম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার গনঅভ্যূথ্যানে অর্জিত বিজয় যাতে ভূলুন্ঠিত না হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে । পাশাপাশি ইসলাম বিরোধী শক্তি যাতে আর কোন দিন মাথা চারা দিতে না পারে । কেন না স্বৈরাচারের প্রেতাত্বারা এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে । তাই ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর রুকনদেরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে । এ ছাড়াও বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিন এর সাংগঠনিক জেলা আমীর জননেতা মাওঃ আনোয়ারুল ইসলাম । এ ছাড়াও ঠাকুরগাঁও জেলা ও বিভিন্ন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.