রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ শাহজাদপুর উপজেলার এক বালু ব্যবসায়ীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবী ও তার বালুর পয়েন্ট দখলে নিয়ে ২ কোটি ২৩ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে ৬৭- সিরাজগঞ্জের -০৬ ( শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক দুই এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও তার ভাই সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামসহ ৫ আ.লীগ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে শাহজাদপুর আমলী আদালতে একটি মামলা হয়েছে (কোর্ট পিটিশন নং-৩৩১/২৪)। মামলার অন্যান্য আমাসীরা হলেন, সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার ছেলে সুমগ্ন করিম, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি ইকবাল হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপুসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।
গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) শাহজাদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে বালু ব্যবসায়ী শাহাদৎ হোসেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, গত ২০২২ সালের ২৬ জুন তারিখে বাদীর নিকট আ.লীগের সাবেক ২ এমপিসহ বিবাগীগণ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় বাদীর বালুর পয়েন্টে থাকা ৯০ লাখ সেফটি বালু বিবাদীরা ৬ মাস ধরে বিক্রি করে সব মিলিয়ে বাদীর ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.