মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ‘কৃষকের বাজার’ থেকে পণ্য কিনছেন ক্রেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অস্বস্তিতে আছে মানুষ । এই অবস্থায় জনমনে স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়করা। কৃষক ও ক্রেতাদের মেল বন্ধনের উদ্দেশ্যে চালু করেছে কৃষকের বাজার। যেখানে সরাসরি কৃষকরাই বিক্রেতা হিসেবে তাদের পণ্য বিক্রি করবে । এতে একদিকে স্বল্প মূল্যে পণ্য কিনতে পারায় যেমন খুশি সাধারণ ক্রেতারা, অপরদিকে লাভবান হচ্ছেন কৃষকরাও । সারেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের বাজারে কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারছে । এতে ন্যায্য দাম পাচ্ছেন তারা, থাকছে না কোনো মধ্যস্বত্বভোগী। ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে মানবতার সওদাপাতি নামে বসা অস্থায়ী এ বাজারে নিজেদের ক্ষেতের লাউ, শিম, মূলা, বরবটি, আলু, কাচামরিচসহ অন্যান্য কাচা সবজির পসড়া নিয়ে বসেছেন কৃষকরা। সকালে ঐ বাজারের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা । বাজারের চেয়ে প্রতিটি পণ্যে ৫ থেকে ১০ টাকা কম পেয়ে খুশি ক্রেতারা । সকাল থেকেই ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ করা যায় বাজারে । অপরদিকে পলিথিন মুক্ত বাজার করতে ক্রেতাদের উদ্বুদ্ধ করা এ বাজারের আরেকটি বিশেষ ব্যবস্থা । সরবরাহ করা হচ্ছে পরিবেশবান্ধব ভুট্টার আঁশে তৈরি বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ । সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ বাজার চলে মধ্য দুপুর পর্যন্ত। শুধু কাচা সবজিই নয়, এ বাজারে পাওয়া যায় মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যই । ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ছুটির দিনে সুলভ মূল্যে ক্রেতাদের পণ্য পাওয়া নিশ্চিতে এই বাজার চালু করা হয়েছে । সেইসঙ্গে সাধারণ জনগণ চাইলে আরও বড় পরিসরে করা হবে ।
এমন ছোট ছোট উদ্যোগ, পলিথিনমুক্ত বাংলাদেশ গড়তে যেমন ভূমিকা পালন করবে, তেমনি বাজার নিয়ন্ত্রণেও ফেলবে উল্লেখযোগ্য প্রভাব- এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.