বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ (১৬ই নভেম্বর) শনিবার দিনাজপুরের বিরামপুর বড় মাঠে বৈকাল ৪ টায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭-২০২৪ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী দিওড় ইউনিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন
বিজয়ী দল দিওড় ইউনিয়ন জোতবানী ইউনিয়ন কে টাই ব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহ্ আলম মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনোয়ারুল হাবিব রিটন, রবিউল করিম বিপ্লব, সায়েবিন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, তন্ময় সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ এবং স্থানীয় সুধী ও দর্শকবৃন্দ।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন বলেন,আজকে বিরামপুর উপজেলায় জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন,খেলাধুলার বিকল্প নেই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মনোযোগী করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ২০২৪ এর খেলার এফারির দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান,বিপ্লব তপ্ন,বেলাল ও মুস্তাফিজুর রহমান,হারুন, ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন বিরামপুরের সকলের সুপরিচিত জনপ্রিয় ধারাভাষ্যকার শামসুল আলম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.