বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের চা চাষিদের দাবি মেনে ক্ষুদ্র চা কারখানা অনুমোদনের বিষয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো.সরওয়ার হোসেন রোববার এক মতবিনিময় সভায় এ কথা জানান। তিনি বলেন, চা শিল্পের সমস্যা অঞ্চলভেদে ভিন্ন। উত্তরাঞ্চলের ক্ষেত্রে প্রধান সমস্যা কাঁচা চা পাতার গুণগত মান। মান উন্নয়ন ছাড়া এ অঞ্চলের চা শিল্প এগিয়ে নেওয়া সম্ভব নয়।
পঞ্চগড়ের চা শিল্পে বাজারজাতকরণও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাষিরা যদি কোয়ালিটি চা পাতা সরবরাহ করেন, তবে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। ফ্যাক্টরিগুলোর মধ্যে কিছু সিন্ডিকেটের বিষয়
রয়েছে, যা মনিটরিং বাড়িয়ে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রতিহত করা হবে।
উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র চা কারখানা স্থাপনের দাবি জানিয়ে
আসছেন। এ প্রসঙ্গে চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিয়ম-নীতি রিফ্রেম করে হলেও ক্ষুদ্র চা কারখানা অনুমোদন দিলে চাষিরা উপকৃত হবেন
এবং রাষ্ট্রও লাভবান হবে। আমরা এ বিষয়ে কাজ করার পরিকল্পনা করছি।
তিনি আরও বলেন, এ অঞ্চলে চা শিল্পে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। এতে মনোপলি বন্ধ হবে এবং চা শিল্পের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। পঞ্চগড়
আঞ্চলিক চা বোর্ড মিলনায়তনে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত
উত্তরাঞ্চলের চা বাগান এবং ক্ষুদ্র চা চাষিদের চা আবাদ সম্প্রসারণ ও গুণগত মান
উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।সভায়
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল সুলতান জুলকার নাইন কবির,
পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেনসহ বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তা,
চা চাষি, বাগান মালিক, ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও ক্রেতারা উপস্থিত ছিলেন সভায়
অংশগ্রহণকারীরা তাদের সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।
সভায় চা বোর্ড চেয়ারম্যান ক্ষুদ্র চা চাষিদের দাবির গুরুত্ব দিয়ে আশ্বাস দেন, আমরা চেষ্টা করবো নিয়মের মধ্যে থেকেই ক্ষুদ্র চা কারখানার অনুমোদন দেওয়ার। এটি
বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নের নতুন দুয়ার খুলবে।
উত্তরাঞ্চলের চা শিল্পে এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাষি থেকে রাষ্ট্র পর্যন্ত সবাই
উপকৃত হবে বলে মত সংশ্লিষ্টদের।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.