নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। রবিবার (১৭ নভেম্বর) তিনটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান।
বিজ্ঞান মেলায় বারোটি স্টলে স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনীর প্রদর্শণ করেন। থানা শিক্ষা অফিসার ও অভিভাবকরা প্রতিটি স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীরা উক্ত বিজ্ঞান মেলাতে উপস্থাপন করেন নিজেদের তৈরি গ্রীণ হাউজ প্রজেক্ট, সৌর প্যানেল, উইন্ডমিল, নবায়নযোগ্য শক্তিসম্পন্ন আধুনিক গ্রাম, ভূমিকম্পের অ্যাল্যার্ম যন্ত্র, কৃষিতে রোবটিক্সের ব্যবহার সহ বিজ্ঞানভিত্তিক নানা কৌশল ও ব্যবহার্য জিনিসপত্র। বিজ্ঞান ভিত্তিক লেখাপড়ার কৌশলও এখানে উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে অবস্থিত সিটি আইডিয়াল স্কুলের সার্বিক তত্বাবধানে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মিজানুর রহমান মিজান বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ছাড়াও এতে অংশ নিয়েছিল শিক্ষা স্কুল এন্ড কলেজ ও সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান ছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম ও সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষকগণ। মেলাটি সকলের জন্যই ছিল উন্মুক্ত।
সাধারণ ও পাঠ্যপুস্তক সম্পর্কীত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মনোস্তাত্তি¡ক ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানের প্রসার ঘটানোর অভিপ্রায় নিয়ে প্রতিবছর এইধরনের আয়োজন করে থাকে সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.