শেখ মারুফ হোসেন,কালিগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা আয়োজনের মাধ্যমে সমাজকে আদর্শ ও সোনালী সমাজ গড়তে হবে। সুস্থ সাংস্কৃতিক পরিবেশনে সকলের ভূমিকা অপরিহার্য তারই ধারাবাহিকতায় ।
কালিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় অধ্যলক্ষ্য টাকার ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৭ নভেম্বর ) ঐতিহ্যবাহী পানিয়া জনকল্যাণ সমিতির ফুটবল মাঠে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং মৌতলা ইউপি স্বনামধন্য চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহফুজা খাতুন (খুকু), জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন , অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা,শেখ নুরুজ্জামান, শিক্ষক হানটু ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ।
প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় টাইব্রেকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাডেমি ৩-২ গোলে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করেছে।
প্রথমার্ধ ও দ্বিতীয় আর্ধ খেলা
গোলশূন্য থাকলে টাইব্রেকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাডেমি কালিগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করেন শ্যামনগর ফুটবল একাডেমির আকরামুজামান (লিটন), সেরা গোলকিপারের পুরস্কার গ্রহণ করেন আমির হোসেন (জিকো)।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আব্রাহাম লিংকন, হুমায়ুন কবীর, শাওন, অর্জুন, আব্দুল্লাহ, রায়হানসহ পানিয়া জনকল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
খেলাটির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মুর্শিদ এলাহি বাবু ও সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, তাউর রহমান ও মমিনুর রহমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.