মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর)রাতে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের পশ্চিম বাগবাড়ী এলাকায় শামসুল হকের ভাড়াটিয়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার রাতে বাসা-বাড়ির গ্যাস সিলিন্ডার মেরামতের জন্য মিস্ত্রি তানজিম ও রাব্বিকে ডেকে আনেন শামসুল হক। এ সময় গ্যাস সিলিন্ডার মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চারজন অগ্নিদগ্ধ হন।
পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করে।
আহতদের মধ্যে তানজিমের শরীরের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুল হকের ৫ শতাংশ এবং রাজিয়া হকের ৩ শতাংশ শরীর দগ্ধ হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর বাসায় আনা হয়েছে। অপরদিকে মিস্ত্রি দুজনের শরীরের বেশী অংশ পুড়ে যাওয়ায় তাদেরকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.