মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ "ভবেশ স্যারের চরিত্র, ফুলের মত পবিত্র" এক দফা এক দাবি সহ বিভিন্ন শ্লোগানে ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
২য় দিনের কর্মসূচি হিসেবে ১৮ নভেম্বর সোমবার সকালে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমাদের স্কুলের অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমরা তাকে অপসারণের আন্দোলনে নেমেছিলাম। যে বিষয়টি আমরা এখন বুঝতে পারছি যে আমরা ভুল করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন বিধায় আমরা আজকে বিক্ষোভে নেমেছি। সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়'কে পুনর্বহাল না করা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলে জানান শিক্ষার্থীরা। তারা আরো জানায়, আজকের এই বিক্ষোভে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার দোসরেরা বাধা প্রদান করেছিল। আমরা বিক্ষোভে নামলে আমাদের স্কুল থেকে বের করে দিবে, রেজিস্ট্রেশন করতে দিবেনা এমনকি মামলা করবে এমনও হুমকি প্রদান করে। শিক্ষার্থীরা বলেন, আমরা জেলা পুলিশ সুপার স্যারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন বর্তমানে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে রয়েছেন এবং সাবেক অধ্যক্ষ কাউকে এই পদে না রেখে নতুন করে নিয়োগ প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.