সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার হতে ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার পর্যন্ত ১০ কিলোমিটার ১২ফিট সরু পাকা রাস্তাটি ২৪ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেকমরদ বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা,ব্যবসায়ী,
এলাকাবাসী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেয়। শুভশক্তি ইউনিটি নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড.মেহেদী হাসান শুভ,বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব শান্ত, অধ্যক্ষ জুয়েল প্রমুখ। মানববন্ধন বক্তারা বলেন,এ রাস্তাটি সরু হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার চরম দুর্ভোগের শিকার হচ্ছে।তাই রাস্তাটি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.