স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের সাহেবের আবাদা শ্রীশ্রী কৃষ্ণের
৪৮ তম বর্ষীয় রাসমেলা মহাধুম ধাম ও উৎসব মূখর পরিবেশে শুভ সূচনা ১৫ নভেম্বর শুক্রবার। এলক্ষে ঐতিহ্যবাহী রাসখোলা প্রঙ্গনে ৬দিনব্যাপী নানা আয়োজন করেছে১৮ নভেম্বর সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ঝর্ণাধারায় দক্ষিণ বক্ষের বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পীদেন নিয়ে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।হাজারো দর্শকয়ের পদচারনায় রাসখোলা প্রঙ্গন মূখরিত হয়ে পড়ে। জানান রাস উৎসব নিয়ে নানা মত রয়েছে। ধারণা করা হয়, ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুসারী হরিভজন নামে এক হিন্দু সাধু এই উৎসব শুরু করেন। এই সাধু ২৪ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের গাছের ফল-মূল খেয়ে জীবনধারণ করতেন। তিনি হরিচাঁদ ঠাকুরের স্বপ্নাদৃষ্ট হয়ে পূজা-পার্বনাদি ও অনুষ্ঠান শুরু করেন দুবলারচরে। তারপর থেকেই এখানে মেলা বসেছে। লোকালয়ে এই মেলা নীলকমল মেলা নামে পরিচিত। অন্য মতে, হিন্দু ধর্মালম্বীদের অবতার শ্রীকৃষ্ণ কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন এবং পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান। সেই থেকে শুরু হয় রাস উৎসব। রাস আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত মন্ডল ও সাধারন সম্পাদক নৃপেন্র নাথ রায় বলেন ৬ দানব্যাপী রাস উৎনবের চুর্থ দিনে বেতার ও
টেলিভিশন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা। প্রচুর দর্শকদের সমগমে মূখরিত রাসখোলা প্রঙ্গন।আইন শৃঙ্খলা পরিস্হিতি সমন্নত রাখতে উপজেলা প্রশাসন সব রকম ব্যবস্হা গ্রহন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.