রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি প্রদান করে । মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী হৃদয় সরকার, শামীম হাসান, হাবিব, বায়েজিদ হোসেন, পিয়াস, মওদুদ প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ সালে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পাড় হলেও এখনো বিভিন্ন ভাড়া জায়গায় প্রশাসনিক ভবনের কার্যক্রম এবং একাডেমিক ভবনে পাঠদান চলে আসছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৫ বিভাগের বিভিন্ন সেশনে ১২ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রতিনিয়তই নানা দূর্ভোগ ও বিড়ম্বনা পোহাতে হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান নিশ্চিত করতে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের কোন বিকল্প নেই।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ইতিপূর্বে ২ জন উপাচার্য দায়িত্ব পালন করলেও তারা নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দূর্ণীতির পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকায় স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে কোন অগ্রগতি হয়নি। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, ছাত্ররা তার বরাবর স্মারকলিপি দিয়েছে। তিনি বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানটি কোন পর্যায়ে আছে তা দেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তিনি ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করে জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়টি ছাত্রদের পাশাপাশি শাহজাদপুরবাসীরও প্রাণের দাবী হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত ৮ বছরের ব্যর্থতা কাটিয়ে উঠতে আমরা কাজ করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.