বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উদ্যোক্তা হিসেবে তাদের অংশগ্রহণ যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় পঞ্চগড়ের ধাক্কামাড়া স্বদেশ সুপার মার্কেটের নাসিব কার্যালয়ে নাসিব পঞ্চগড় এবং উদ্যোক্তা উন্নয়ন হাবের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাইফ সাইফুল্লাহ সভাপতি নাসিব পঞ্চগড় । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার ওয়াহিদুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম, ম্যানেজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হোসেন মো. আলমগীর ম্যানেজার রাকাব ধাক্কামারা পঞ্চগড়, আহসান হাবিব মুন, আতিকা উলফাত, খাদিজা আক্তার, আরিফ হোসেন মামুন, উজ্জ্বল কুমার।
পঞ্চগড় জেলার আরও অনেক নারী উদ্যোক্তা এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এরপর নারী উদ্যোক্তারা কিভাবে ক্ষুদ্রঋণসহ ব্যাংকিং সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এবং বলেন উদ্যোক্তাদের সহযোগিতা ও উৎসাহিত করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। আলোচনায় বক্তারা জানান, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ শুধুমাত্র অর্থনীতিকেই গতিশীল করছে না, এটি নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.