রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ ২১ নভেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামে নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে রইচ উদ্দিন (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২০ নভেম্বর) বিকেলে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে। এরা হলো, উপজেলার নলুয়া গ্রামের আজিজ আলি মন্ডলের ছেলে মামুন (২৮) ও যুগনীদহ গ্রামের মৃত রানু শেখের ছেলে জয়নাল শেখ (৫০)। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ নিহত ব্যবসায়ী রইচ উদ্দিনের ব্যবহৃত দুইটি মোবাইল, হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুসহ রক্তমাখা জামা কাপড় উদ্ধার করে। ১৬ হাজার টাকার লোভে আসামীরা ব্যবসায়ী রইস উদ্দিনকে জবাই করে হত্যা করেছে বলে আসামীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় থানার অফিসার ইনচার্জের কার্য়ালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। তিনি জানান, ১৬ হাজার টাকার লোভে আসামী মামুন ও জয়নাল গত ৩ নভেম্বর রাত ১২ টার দিকে রইচ উদ্দিনকে তার ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তারা রইচ উদ্দিনকে ঝাপটে ধরে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে। পরে তার লাশ বস্তায় ভরে নলুয়া বটতলার একটি ডোবায় ফেলে দেয়। হত্যার পর আসামীরা ওই ব্যবসায়ীর ঘর থেকে ১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সূত্র মতে , আসামীরা প্রায়ই রইস উদ্দিনের দোকানে আড্ডা দিতো। ওই ব্যবসায়ীর কাছে ১৬ হাজার টাকা আছে জানতে পেরে আসামীরা তাকে হত্যা করার পরিকল্পনা করে। নিহত রইস উদ্দিন নলুয়া গ্রামের ভাড়া বাসায় একাই থাকতেন।
জানা গেছে, গত ৩ নভেম্বর রাত ১০ টার দিকে রইস উদ্দিন দোকান থেকে বাড়ি যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজের ১৫ দিন পর গত ১৮ নভেম্বর সোমবার বিকেলে পুলিশ নলুয়া বটতলার একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করে। এর পরদিন নিহতের ছেলে দুলাল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। থানার অফিসার ইনচার্জ আছলাম আলি জানান, আসামীদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে রইচ উদ্দিনের খুনীদের গ্রেফতার করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে নলুয়া গ্রামের শতাধিক নারী পুরুষ থানার প্রধন ফটকে জমায়েত হয়ে খুনীদের ফাঁসি দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.